নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে সদর উপজেলার ঝাইদিয়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
সংঘর্ষকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিক সংঘর্ষে দুজনের মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান। করেন।
তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
২৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর