রবিবার, ০৪ অক্টোবর, ২০১৫, ০৭:১৮:৫৪

‘সোহরাওয়ার্দী মেডিক্যালের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ’

‘সোহরাওয়ার্দী মেডিক্যালের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ’

ঢাকা : ক্ষমতাসীন ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেল চারটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।  এতে অন্তত ১০ জন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্ফূরণ ও দ্যা বিটস।  এ দুটি সংগঠনের কর্মীদের মধ্যে শনিবার রাতে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় রোববার সকালে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন।  এরপর সকাল সাড়ে ১১টায় একাডেমিক কাউন্সিল এ নিয়ে জরুরি বৈঠক করে।

বৈঠক চলাকালীন দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ।  পরে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ।  পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান তিনি।

তেজগাঁও বিভাগের অতিরিক্তি উপপুলিশ কমিশনার (এডিসি) ওহিদুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি জানান, এতে অন্তত ১০ জন আহত হয়।  আহতদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।  তবে এ ঘটনায়  কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে