রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:১০:৩১

রাজধানীর মতিঝিল থেকে ৪ ভুয়া ডিবি গ্রেফতার

রাজধানীর মতিঝিল থেকে ৪ ভুয়া ডিবি গ্রেফতার

নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. শফিকুল ইসলাম রানা (৩৮), মো. আপেল (২৯), মো. ইব্রাহিম (২৮) এবং মো. ইমরান (৩০)।

শনিবার রাতে মতিঝিলের রমনা মডেল থানাধীন বড় মগবাজার ওয়ারলেজ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার ডিবি ভুয়া পুলিশের কাছ থেকে ওয়াটকি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ এবং ডিবির ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, ‘তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক চক্রের সক্রিয় ও সহযোগী সদস্য। ডিবি পুলিশ পরিচয়ে তারা লোক অপহরণ করে চাঁদা আদায় করে। আটকের দিন তারা সেখানে অপর সহযোগী সবুজ, শাহাজাহান, সম্রাটদের জন্য অপেক্ষা করছিল। তারা অভিনব কায়দায় ব্যাংক থেকে টাকা উত্তেলনকারী, ব্যাংকে ব্যবসার নগদ টাকা বহনকারীদের টার্গেট করে ডিবি পুলিশ পরিচয়ে তাদের গাড়িতে তুলে সর্বস্ব কেড়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দেয়।’

তারা আরও জানায়, গ্রেফতার হওয়া মো. শফিকুল ইসলাম রানা কখনও ডিবি পুলিশের ওসি কখনও এসি রানা হিসেবে নিকে পরিচয় দেয়। মো. আপেল নিজেকে এসআই এবং বাকিরা ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়।’

গ্রেফতার ব্যক্তিরা জানায়, ‘তারা মাইক্রোবাসে করে ঢাকা মহানগরসহ দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেয়ায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে।’

তারা আরও জানান, ‘বিভিন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে তাদের এই অভিনব তৎপরতা বাড়ে। তাছাড়া বিভিন্ন সময়ে সুযোগ মতো এ কার্মকাণ্ড পরিচালনা করে তারা।’
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে