ঢাকা : মধ্যবর্তী নির্বাচন নয়, সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন চায় বিএনপি।
এ দাবি জানিয়েছেন বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না। আমরা চাই, সরকারদলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়, জনগণের দ্বারা নির্বাচিত সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন।
বিএনপিকে ‘বিষধর সাপ’ হিসেবে আখ্যায়িত করা ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদের বক্তব্যের কঠোর সমালোচনা করে দুদু বলেন, তাদের নেত্রীকে (শেখ হাসিনা) খুশি রাখতে আওয়ামী লীগের কতিপয় মন্ত্রী-নেতা লাগাতার মিথ্যা, জঘন্য, কুরুচিপূর্ণ, অশ্লীল ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখছেন।
তিনি বলেন, বিষধর সাপ আওয়ামী লীগ নাকি বিএনপি তা জনগণ হাড়েহাড়েই টের পাচ্ছে। বিএনপি সম্পর্কে কতিপয় আওয়ামী হাইব্রিড নেতার তিরস্কার ও ভবিষ্যদ্বাণী সত্যিই হাস্যকর ও পাগলামী ছাড়া আর কিছু নয়।
বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিরাপদ স্থানে সরিয়ে না নিয়ে গায়ের জোরে সরকারের অনড় অবস্থান গোটা জাতিকে হতবাক ও বিস্মিত করেছে।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারের একগুঁয়েমি মনোভাবের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শামসুজ্জামান দুদু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম