ঢাকা : মেডিক্যালে ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেয়া পরীক্ষার ফল বাতিলসহ পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও প্রগতিশীল ছাত্রজোট।
আগামী ৭ অক্টোবর বুধবার এ ধর্মঘট পালন করা হবে। রোববার বিকেল সাড়ে ৪টায় শাহবাগের সার্ক ফোয়ারা চত্বরে তাৎক্ষণিক আয়োজিত সংবাদ সম্মেলনে জোট দুটির সমন্বয়ক ইমরান হাবিব রুমন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিক্যালের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে এ কর্মসূচির ডাক দিয়েছি আমরা। প্রথম থেকেই এ আন্দোলনকে সমর্থন করে শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমাদের দাবি, মেডিক্যালে ভর্তি পরীক্ষা পুনরায় নিতে হবে। আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্যই এ কর্মসূচি।
এদিকে এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বাম সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছে। এ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় বাম দুই জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান সাকন, কাকন বিশ্বাস, সাঈদ বিলাস, ইকবাল কবির প্রমুখ।
উল্লেখ্য, এ দুটি জোটে ১৪টি বাম ছাত্র সংগঠন রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র গণমঞ্চ, ছাত্র যুব আন্দোলনসহ ১৪টি ছাত্র সংগঠন।
৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম