স্পোর্টস ডেস্ক : নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মিলেছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পুরুষ ও নারী দলের কিট স্পন্সর হতে যোগাযোগ করছে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিট তৈরি করে ফেডারেশনকে পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো।
এছাড়াও আন্তর্জাতিক একটি ফুটবল স্পন্সর পেয়েছে বাফুফে। নারী ও পুরুষ দলের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন হয়েছে বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে স্পন্সরদের। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এসব জানান বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।
নতুন বছরে, নতুন কমিটির অধীনে নতুন দিনের সূচনায় দেশের ফুটবল। আর সে যাত্রায় বড় কিছু সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের জন্যে। আর্থিক সংকটের মুখে পড়ে মাঠের ফুটবল থেকে প্রায়ই দূরে থাকতে হয় ফুটবলারদের। তবে, এবার ঘুচতে যাচ্ছে সেই সংকট।
ইতিহাস গড়ে নারীদের টানা দ্বিতীয়বার সাফ জয় কিংবা হামজা চৌধুরীর মতো ফুটবলারের দেশের ফুটবলে সংযুক্তি। যার ফলে স্পন্সর সংকট ফুরোতে যাচ্ছে। দীর্ঘদিন দেশের ফুটবলের কোনো নির্দিষ্ট কিট স্পন্সর না থাকলেও এবার দেশি ব্র্যান্ডের পাশাপাশি বড় চমক আছে আরও একটা। আন্তর্জাতিক ব্র্যান্ডও আগ্রহ দেখিয়েছে সেখানে। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিটও ফুটবলারদের দেয়া হয়েছে। কিটের মান যাচাইয়ের পরই জানুয়ারির শেষে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম।
সময় সংবাদকে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘দুটো কোম্পানির সঙ্গে এখন যোগাযোগ চলছে। একটি দেশি কোম্পানি, অন্যটি বিদেশি কোম্পানি। দুই কোম্পানির সঙ্গেই আমাদের আলোচনা খুবই ইতিবাচক। একটি কোম্পানি ইতোমধ্যে জার্সি পাঠিয়েছে, যেটা আমরা ট্রায়ালে দিয়েছি। খেলোয়াড়দের মতামত নিচ্ছি। কারণ কিট শুধু স্পন্সর করলে তো হবে না, আমাদের খেলোয়াড়রাও পরে স্বস্তি অনুভব করতে হবে। ওই মতামতের অপেক্ষা করছি আমরা। জাতীয় নারী এবং পুরুষ উভয় দলের জন্য আমরা একসঙ্গে কিট স্পন্সর পাব।’
শুধু জার্সি কিংবা কিটই নয়, এবার নতুন আরও এক ক্যাটাগরিতে স্পন্সর পেয়েছে বাফুফে। আন্তর্জাতিক একটি ব্র্যান্ড থেকে দেশের সব টুর্নামেন্টের ফুটবল স্পন্সরও চূড়ান্ত হয়েছে। এছাড়াও, নারী ফুটবলে দীর্ঘদিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে বাফুফে। বেশ কয়েকটি দেশি প্রতিষ্ঠানও এবার যোগ দিয়েছে নারী ফুটবলে বিনিয়োগের জন্য। তাতে বেশি বেশি ম্যাচ আয়োজনে অর্থের কোনো অভাব হবে না বলেও জানান ফাহাদ করিম।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো ফুটবল পার্টনারও আনতে যাচ্ছি। ফুটবল তো আসলে বাংলাদেশে তৈরি হয় না। নামকরা দুটো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে আমাদের কথা চলছে এখন। ওইটা জানুয়ারির মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’
ইতোমধ্যে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফেডারেশন। জানুয়ারির শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা নিয়ে।