ঢাকা : বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৩ হাজার ৬ কোটি ৫৩ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সংসদে স্বতন্ত্র সদস্য মো. আবদুল মতিনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সেতু রক্ষণাবেক্ষণ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ মোট ৮২০ কোটি ৭২ লাখ টাকা ব্যয় হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত সেতুর ঋণ ৪৭ দশমিক ৬৩ শতাংশ পরিশোধ করা হয়েছে।
সরকারি দলের সদস্য একেএম রেজাউল করিম তানসেনের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, উদ্বোধনের পর থেকে চলতি বছরের জুন পর্যন্ত বঙ্গবন্ধু সেতু মেরামত বাবদ ৭৬৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সেতুর মেরামত বাবদ বছরে গড়ে ৪২ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম