রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৩৭:৫৫

না.গঞ্জে ৫০, গাজীপুরে মেয়র খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

না.গঞ্জে ৫০, গাজীপুরে মেয়র খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

গাজীপুর : ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, মন্ত্রী ও বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাদেক হোসেন খোকার প্রায় ৬৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় থাকা এসব কৃষিজমি খাস খতিয়ানভুক্ত করে তা নিয়ন্ত্রণে নিয়েছে সরকার।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও পুলিশ উপজেলার ৬টি মৌজার ৬৬ দশমিক ৫৬ একর কৃষিজমি হেফাজতে নিয়ে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর নির্দেশে খোকার জমি বাজেয়াপ্ত করা হয়।  

আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন।  অনুসন্ধানে উপজেলার জানেরচালা, কালিয়াদহ, বাঁশতলী, কাঁচারস ও উত্তর রাঙামাটি মৌজায় তার ৬৬ দশমিক ৫৬ একর কৃষিজমির সন্ধান পায়।  

জেলা প্রশাসনের নির্দেশে আজ সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় কালিয়াকৈর উপজেলা প্রশাসন ওই জমিতে সাইবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেয়।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে তা খাসজমি হিসেবে রেকর্ড করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন খোকার ৫০ একর কৃষিজমি খাস খতিয়ানভুক্ত করে সরকারের হেফাজতে নেয়।  বুধবার রাজধানীর গুলশানে সাদেক হোসেন খোকার ৬ তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিস টাঙিয়ে দেয়া হয়।
২৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে