সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ১২:২৩:৩৯

এমপি লিটনের দুই অস্ত্রের লাইসেন্স বাতিল

এমপি লিটনের দুই অস্ত্রের লাইসেন্স বাতিল

ঢাকা : স্কুলছাত্র শাহাদাত হোসেন সৌরভ নামে এক শিশু গুলিতে আহত হওয়ার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের পিস্তল ও শটগানের লাইসেন্স বাতিল করেছে প্রশাসন।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, এমপি লিটনের একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
 
শুক্রবার ভোরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় গুলিতে আহত হয় শিশু সৌরভ। তার স্বজনদের দাবি, এমপি লিটনের ছোড়া গুলিতে সৌরভ আহত হয়। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
 
সৌরভ স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তার পরিবার থাকে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে।
 
এ ঘটনায় শনিবার রাত ৯টার দিকে সৌরভের বাবা সাজু মিয়া সুন্দরগঞ্জ থানায় এমপি লিটনের বিরুদ্ধে একটি মামলা করেন বলে সমকালকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিন্নাত আলী।
 
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমপি লিটনের নামে নিবন্ধিত পিস্তল ও শটগান তার স্বজন তারিকুল ইসলাম সুন্দরগঞ্জ থানায় জমা দেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, চতুর্থ শ্রেণির ছাত্র শিশু সৌরভ ওই উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে। সে শুক্রবার ভোর সাড়ে ৫টায় তার এক নিকট আত্মীয়সহ রাস্তায় হাটাহাটি করার সময় সুন্দরগঞ্জ পৌরসভার  ব্র্যাক মোড় গোপালচরণ এলাকায় গুলিবিদ্ধ হয়। পরিবারের অভিযোগ মাতাল অবস্থায় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটন ভোরে তার নিজস্ব গাড়িতে করে যাওয়ার সময় রিভলভার দিয়ে গুলি ছুঁড়লে সৌরভ আহত হয়।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে