নিউজ ডেস্ক : ঢাকার মহাখালীর আমতলীতে পুরনো বন ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার আগে আগে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট তারা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা এ তথ্য জানিয়েছেন।
ওই ভবনের একজন বলেন, পঞ্চম তলায় ধোঁয়া দেখে আমরা বের হয়ে আসি। ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কয়েকজন ভেতরে গেছে দেখার জন্য। ঠিক কীভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না।
২৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম