সোমবার, ০৫ অক্টোবর, ২০১৫, ০২:১২:৩৩

নিষিদ্ধ ৬ সংগঠন নিয়ে দুশ্চিন্তায় সরকার

নিষিদ্ধ ৬ সংগঠন নিয়ে দুশ্চিন্তায় সরকার

বিশেষ প্রতিনিধি : আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ও হরকাতুল জিহাদসহ (এবিটি) নিষিদ্ধ ৬ জঙ্গি সংগঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সরকার। এসব সংগঠনের সদস্যদের সাম্প্রতিক কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভাবিয়ে তুলেছে।

এজন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা মারফত পাওয়া সংবাদের ভিত্তিতে এসব নিষিদ্ধ সংগঠনের কোন সদস্যকে আশ্রয় না দেয়ার অনুরোধ জানানো হয়েছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারকে। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক চ্যানেলে চিঠিটি দুই দেশের সরকারের কাছে পাঠাবে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) পাঠানো চিঠিতে, নিষিদ্ধ ছয় জঙ্গি সংগঠনের ব্যাংক হিসাব বা কোন সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী বিধিমালা ২০১৩-এর ৩ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছয়টি সংগঠনের মধ্যে হিযবুত তাহরীর ছাড়া বাকিদের ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়নি। সম্প্রতি গুলিতে ইতালির নাগরিক নিহত হওয়ার পর তাড়াহুড়ো করে আনসারুল্লাহ বাংলা টিমের ব্যাংক হিসাব জব্দ, সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের তফসিলভুক্তকরণ ও প্রতিবেশী দেশকে অবহিত করতে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ২০০৩ সালের ৯ই ফেব্রুয়ারি সরকার প্রথম শাহাদাত-ই-আল হিকমা নামের একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালের ২৩শে ফেব্রুয়ারি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশকে (জেএমজেবি) এবং ওই বছরের ১৭ই অক্টোবর হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশকে (হুজি-বি) নিষিদ্ধ করা হয়।

এরপর ২০০৯ সালের ২২শে অক্টোবর হিযবুত তাহরীরকে ও চলতি বছরের ২৫শে মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিষিদ্ধ ছয় জঙ্গি সংগঠন অন্য দেশে আশ্রয় নিতে পারে। এজন্য প্রতিবেশী দুই দেশকে চিঠি পাঠানো হয়েছে।-এমজমিন
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে