নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে দু’বারের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থী দুই ভাই-ই প্রথম হয়েছেন।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মাদ্রাসা শিক্ষার্থী আবদুল্লাহ মজুমদার। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবদুল্লাহর বড় ভাই আব্দুর রহমান মজুমদার প্রথম স্থান অর্জন করেছিলেন।
ঢাবির ‘খ’ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় প্রায় সাড়ে ৩৪ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম হন আবদুল্লাহ।
তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ মজুমদার ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে ১০৫ নম্বর পেয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ১৮৫।
২৬সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম