এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া থানা সেন্টার মসজিদে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আবদুল হাকিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এশার নামাজের জন্য অজু করতে বাথরুমে যায় নুরুল ইসলাম। বাথরুম থেকে বের না হওয়ায় মুসল্লিদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে ওই মুসল্লির মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, বাথরুম সারতে গিয়ে স্ট্রোক করে মারা যেতে পারে ওই মুসল্লি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।