ঢাকা : আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
‘বর্তমান সরকারের কাছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সম্মান ও অস্তিত্ব নিরাপদ নয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
হাফিজ বলেন, আওয়ামী লীগ যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে ততবার মুক্তিযোদ্ধাদের সংখ্যা বেড়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার হওয়া উচিত।
এসময় তিনি প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করেন। বলেন, আওয়ামী লীগের অধীনে সার্চ কমিটি গঠন হলে তাদের রাষ্ট্রপতি যে কমিশন গঠন করবে তা কাজী রকিব উদ্দিন আহমদ নির্বাচন কমিশনের মতোই হবে।
মেজর হাফিজ বলেন, নির্বাচনের নাম শুনলেই আওয়ামী লীগ ভয় পায়। এজন্য তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। দয়া-দাক্ষিন্নের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে না।
তিনি বলেন, দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাজপথে নামতে হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমেই আমরা গণতন্ত্র ফিরে পাব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে গণতন্ত্র ফেরাতে আমরা রাজপথে নামতে চাই।
আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর সারোয়ার, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম