মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৪:৩৭

হান্নান শাহর মৃত্যুতে খালেদা জিয়া ও ফখরুলের শোক

হান্নান শাহর মৃত্যুতে খালেদা জিয়া ও ফখরুলের শোক

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক দু’টি শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

খালেদা জিয়া ও মির্জা ফখরুল তাদের শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

সিঙ্গাপুরে র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হান্নান শাহ মারা যান। তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অসুস্থ হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

২৭ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে