মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৮:০৬

হান্নান শাহর বাসায় গেলেন ফখরুল

হান্নান শাহর বাসায় গেলেন ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ারজেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র পরিবারকে সমবেদনা জানাতে তাঁর মহাখালীর ডিওএইচএস বাসায় গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে বাসায় গিয়ে হান্নান শাহর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় হান্নান শাহর স্ত্রী নাহিদ হান্নান, বড় ছেলে রেজা হান্নান ও তার স্ত্রী বাসায় ছিলেন।

এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার বাদ এশা সিঙ্গাপুরে ছেরাঙ্গন রোডে এঙ্গলার জামে মসজিদে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ খুব দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে র‌্যাফলস হার্ট সেন্টারে মঙ্গলবার ভোর ৫টা ৩৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

গত ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হান্নান শাহকে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে সেখানে গেছেন ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন।

এর আগে ৬ সেপ্টেম্বরহৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতরঅসুস্থহলেহান্নানশাহকে সাম‌রিক হাসপাতাল সিএমএইচ-এভর্তিকরাহয়।ডাক্তারের পরামর্শে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে