নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
তিনি বলেন, ‘হান্নান শাহের ইন্তেকালে জাতি একজন দক্ষ রাজনৈতিক নেতাকে হারালো। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন।’
এছাড়াও বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
২৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম