মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৪১:৩৮

হান্নান শাহ্’র মৃত্যুতে বিএনপির ৪ দিনের শোক

 হান্নান শাহ্’র মৃত্যুতে বিএনপির ৪ দিনের শোক

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্’র মৃত্যুতে ৪দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে  দলটি।  

আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শোকসূচক কালো পতাকা উত্তোলন করা হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সাংসদ এবং দুর্দিনের কাণ্ডারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স  ম হান্নান শাহ্ সিঙ্গাপুরের রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি গভীরভাবে শোকাহত।  

তার মৃত্যু সংবাদে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ্।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্ চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন।  

সাবেক এ সেনা কর্মকর্তা চাকরিজীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন।  ২০০১ সালে বিএনপির শাসনামলে পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

মৃত্যুকালে হান্নান শাহ্ স্ত্রী নাহিদ হান্নান, দুই ছেলে শাহ্ রেজাউল হান্নান, শাহ্ রিয়াজুল হান্নান ও এক মেয়ে শারমিন হান্নান সুমিকে রেখে গেছেন।
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে