মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৫৫:২০

মারা গেছেন সৈয়দ শামসুল হক

 মারা গেছেন সৈয়দ শামসুল হক

ঢাকা : মারা গেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।  মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান এই লেখক।

সৈয়দ শামসুল হকের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সৈয়দ শামসুল হকের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়।  সেখানেই আজ বিকেলে মারা যান তিনি।

সৈয়দ শামসুল হক ক্যানসারে ভুগছিলেন।  নিউইর্য়ক থেকে সেখানকার চিকিৎসকরা তাকে ফেরত পাঠান।

২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে