মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৩০:৫৮

মির্জা আজমের কঠোর নির্দেশ

মির্জা আজমের কঠোর নির্দেশ

ঢাকা : নির্ধারিত ৬টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের বস্তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি বলেছেন, শিগগিরই বিশেষ অভিযান শুরু করা হবে।

মঙ্গলবার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সুষ্ঠু বাস্তবায়ন পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন।

 বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ধান, চাল, গমসহ বিভিন্ন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।  এবার বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ডের ওপর বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য ও ড. মো. নজরুল আনোয়ার, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোছলেহ উদ্দিন, বিজেএমসির পরিচালক এ কে নাজমুজ্জামান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পাট অধিদপ্তরের কর্মকর্তারা।

 সভায় জানানো হয়, গত বছরের ৩০ নভেম্বর থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য দেশজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে জেলা প্রশাসন মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, চেম্বার, গণমাধ্যমের সহযোগিতায় জনগণকে উদ্বুদ্ধ করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।  বিভিন্ন বাজারে কিছু কিছু আড়ৎ, দোকান, প্রতিষ্ঠান ও বিভিন্ন সুপার শপে প্লাস্টিকের ব্যাগে পণ্য মোড়কীকরণ করে বাজারজাত করা হচ্ছে। এ কারণে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে