নিউজ ডেস্ক : আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি নিয়েছিল। কিন্তু সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের দলীয় সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, `কবির সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগেরসহ দলীয় সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালে এই দিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্ম নেয়া শেখ হাসিনা সময়ের পরিক্রমায় আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি