নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুর ছেরাঙ্গা অ্যাঙ্গলিয়া মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।
চিকিৎসা নিতে যাওয়া সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানাজায় উপস্থিত ছিলেন।
বিএনপি অফিস সূত্রে এ খবর জানা গেছে। জানাজায় সিঙ্গাপুর বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, হান্নান শাহ’র ছোট ছেলে রিয়াদুল হান্নানসহ সিঙ্গাপুরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে হান্নান শাহ’র মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন নজরুল ইসলাম খান ও রিয়াদুল করিম। বিকেল ৬টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে হান্নান শাহ’র মরদেহ।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন, হান্নান শাহ’র মৃত্যুতে আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস মসজিদে, সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, এরপর প্রয়াত এই নেতার প্রতি বিএনপির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শুক্রবার সকাল ৯টায় গাজীপুর রাজবাড়ী মাঠে, সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট স্কুল মাঠে অপর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, সিঙ্গাপুরে র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হান্নান শাহ মারা যান। এর আগে অসুস্থ হান্নান শাহকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর সুপারিশ করেন চিকিৎসকরা। চিকিৎসকদের পরামর্শে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি