নিউজ ডেস্ক : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকে বিহ্বল গোটা জাতি। কীর্তিমান এই মহান পুরুষের মৃত্যুর খবর শুনে অনেকেই ছুটে গেছেন হাসপাতালে কেউবা তার গুলশানের বাড়িতে। কেউ কান্নায় ভেঙে পড়েছেন। তার চলে যাওয়াকে বাংলা সাহিত্যের অপুরণীয় ক্ষতি হিসেবেও দেখছেন অনেকে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া আরও শোক জানিয়েছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।
সৈয়দ হকের মৃত্যুর খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নান্ক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাতীয় কবিতা পরিষদ সভাপতি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান সাইখ সিরাজ, নাট্যকার মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, তারিক আনাম খান, অন্য প্রকাশের মাজহারুল ইসলামসহ আরও অনেকে।
এই সাহিত্যিকের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমি বিশ্বাস করতে পারছি না এমন বিশাল একজন ব্যক্তিত্ব আমাদের ছেড়ে এত দ্রুত চলে যাবেন। আমি লন্ডনে গিয়েও তার সঙ্গে দেখা করেছি, কথা বলেছে। তিনি প্রতিনিয়ত তার সাহিত্যকর্মে নিয়োজিত ছিলেন, আলো ছড়িয়েছেন। আজ আমাদের আলো চলে গেল। তিনি বিচিত্র বিষয় নিয়ে লিখে গেছেন। তারমতো উঁচুমানের লেখা অন্য কারও দ্বারা সম্ভব ছিল না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সৈয়দ হককে হারিয়ে আমরা শোকাহত, জাতি শোকাহত। তার সৃষ্ট উঁচুমানের সাহিত্য দেশ-বিদেশে প্রসিদ্ধ হয়েছে। তিনি শুধু একজন সাহিত্যিকই ছিলেন না, অধিকার আদায়ের সব আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারিতে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এমন নক্ষত্র চলে যাওয়ার কারণে অনেকগুলো যুগের, একটি শতাব্দীর অবসান হল। তিনি আজ চলে গেলেন। কিন্তু বেঁচে থাকবেন গোটা পৃথিবীজুড়ে।
২৮ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি