ঢাকা : রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হিজড়ার ছুড়ে মারা এসিডে ঝলসে গেছেন নাছিমা আক্তার পিয়া (২২) নামের এক গৃহবধূ। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধ পিয়ার স্বামী মো. সুজন মিয়া বলেন, আজ বিকেলে আমি ও আমার স্ত্রী পিয়া চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলাম। পরে আমার স্ত্রীকে রেখে আমি প্রসাব করতে যাই। এসময় হিজড়ার মত একজন লোক এসে আমার স্ত্রীকে দূর থেকে এসিড ছুড়ে মারে। পরে আমি তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
দগ্ধ নাছিমা আক্তার পিয়া তার স্বামীর সঙ্গে রাজধানীর রামপুরা কাঁচাবাজারের ৬১ নম্বর বাড়িতে বসবাস করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মেডিকেল অফিসার ডা. সাখাওয়াত হোসেন জানান, তার শরীরের সাত শতাংশ ক্যামিক্যাল বার্ন। তার দুই হাত, বাহু ও মুখোমণ্ডলের বাম পাশ ঝলসে গেছে।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি টেলিভিশনের মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম