নিউজ ডেস্ক : ভার্জিনিয়ায় রিটজ কার্লটন হোটেলের মিলনায়তনে বুধবার বিকেলে জড়ো হন ওয়াশিংটনের আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী। উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭০তম জন্মদিনের শুভেচ্ছা জানানো। কিন্তু সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর জন্য শেখ হাসিনা জন্মদিনের সকল আড়ম্বরতা পরিহার করেন। দেশের জনপ্রিয় এই লেখকের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী জন্মদিনের কেক কাটার সকল আয়োজনও বাতিল করার নির্দেশ দেন।
সেখানেই তিনি জানান নিজের অপূরণীয় ইচ্ছার কথা। শেখ হাসিনা বলেন, বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশে আজীবন সোচ্চার থাকা এই মানুষটির (সৈয়দ শামসুল হক) চলে যাওয়ায় গোটা জাতির সাথে আমিও ব্যথিত। আমার বড় ইচ্ছা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান তার নেতৃত্বে করার। কিন্তু তা আর হলো না। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। -এনআরবি নিউজ।
২৯ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম