অ্যাড. এমদাদুল হক লাল, আদালত থেকে : বহুল আলোচিত নিজ বাসার শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় জাতীয় ক্রিকেট দল থেকে সাময়িক বহিষ্কৃত পেসার শাহাদত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতে শাহাদাতের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু।
এর আগে গতকাল রবিবার একই মামলায় শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান এলাইচ নিত্যকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
একই সঙ্গে ঢাকা মহানগর হাকিম ইউনুস খান তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুর বাড়ি থেকে রবিবার ভোরে নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে (১১) নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন।
মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।
৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ