চট্টগ্রাম: গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া জেএমবির ‘সামরিক শাখার প্রধান’ মো. জাবেদ (২৬) আজ ভোরে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার।
জাবেদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অক্সিজেন-কুয়াইশ সড়কে অভিযানে যায় পুলিশ। সেখানেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা্। এতে তিন জন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে তিনি জানান।
মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার বিকালে কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া এলাকার আইয়ুব বিবি সিটি করপোরেশন কলেজ রোড সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে জাবেদসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই বাসা থেকে নয়টি হ্যান্ডগ্রেনেড, ১২০ রাউন্ড গুলি, একটি পিস্তল, ১০টি ছুরি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার কথা রাতে সাংবাদিকদের জানিয়েছিলেন অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ