ঢাকা: দেশে পর পর দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন খুনিদের একটি তালিকা তৈরি করেছে। আর সেই তালিকানুযায়ি সন্দেহভাজন খুনিদের ধরতে যৌথ অভিযানে নেমেছে পুলিশ । এই অভিযানে পুলিশকে র্যাব, ডিবি, সিআইডি ও একটি গোয়েন্দা সংস্থা সহায়তা করছে।
খুনিদের গ্রেফতারে রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে অন্তত ১৫ টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে কেউ আটক হয়েছে কিনা তা জানা যায়নি। তদন্ত কমিটির সদস্যরা বলেছেন, সম্ভাব্য খুনিদের আটক করতে বা খুনিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান ও ঘটনার তদন্ত নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন।
এদিকে, গুলশানে নিহত ইটালীয় নাগরিক তাভেল্লা চেজারের ময়না তদন্ত রিপোর্ট গত রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে পৌঁছেছে। শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যে কয়টি বিষয়কে সামনে রেখে হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে সে বিষয়ে এখনো কোন ক্লু উদ্ধার করা যায়নি। তবে ক্লু উদ্ধারে পুলিশ বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে।
তাভেল্লা হত্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মাহবুব আলম সাংবাদিকদের বলেন, খুনিদের শনাক্তে কাজ করছে ডিবির প্রায় ১২ টি টিম। প্রতিটি টিম আলাদা দায়িত্ব পালন করছে। ওই টিমগুলো থেকে পাওয়া তথ্য নিয়ে উর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করছেন। তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, সহসাই তারা এই হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করতে সক্ষম হবে।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময় প্রত্যক্ষদর্শী একজনের দেয়া তথ্য অনুযায়ী হত্যার মিশনে অংশ নেয়া তিন যুবককে খোঁজা হচ্ছে। তবে এখনো তাদের কোন হদিস পাওয়া যায়নি। ওই তিন যুবক কারা, কি পরিচয় সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ