ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। চাওয়া পূরণ না হলে বুধবারের পর থেকে লাগাতার কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি চলার মধ্যে সোমবার দুপুরে এই হুঁশিয়ারি আসে শিক্ষার্থীদের মধ্য থেকে।
রোববার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পর সোমবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ভর্তিচ্ছু ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন,“মেডিকেল পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করছি।।”
যদি এর মধ্যে দাবি মানা না হয় তাহলে বুধবার সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানান তিনি।
বুধবার সকাল সাড়ে ৯ আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ