মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১০:৫৮:৪১

চট্টগ্রাম বন্দরে সয়াবিনের কন্টেইনারে ঘোলা পানি!

চট্টগ্রাম বন্দরে সয়াবিনের কন্টেইনারে ঘোলা পানি!

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আনা পরিশোধিত সয়াবিন তেলের কন্টেইনারে তেলের বদলে পাওয়া গেছে ঘোলা পানির মতো তরল। সোমবার বন্দরের নর্থ কন্টেইনার ইয়ার্ডে (এনসিওয়াই) চীন থেকে আমদানি করা কন্টেইনা পরীক্ষা করার সময়  এ চিত্র দেখতে পান কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস কর্মকর্তারা জানান, গত ১৮ সেপ্টেম্বর চীন থেকে ঢাকার রোজা ফুডস নামে একটি প্রতিষ্ঠান তিনটি কন্টেইনার আমদানি করে। যার ঘোষণায় ছিল পরিশোধিত সয়াবিন তেল। সোমবার সন্ধ্যায় বন্দরের ইয়ার্ডে ওই তিনটি কন্টেইনারের কায়িক পরীক্ষা করে দেখা যায় এতে ৩২০টি ড্রাম রয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার গিয়াস উদ্দিন বলেন, “এর মধ্যে ৩০টির ভেতরে সয়াবিন তেলের পরিবর্তে ঘোলা পানির মতো তরল দেখা যাচ্ছে।”

এসব তরল ঘোলা পানি না অন্যকিছু তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, প্রতিটি ড্রাম থেকে তরলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে যাওয়া হবে। রাসায়নিক পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে আসলে ওই তরল পানি না অন্য কিছু।

কাস্টমস কর্মকর্তারা জানান, তিনটি কন্টেইনারে ৭০ দশমিক ৩৮ মেট্রিক টন খোলা সয়াবিন থাকার কথা। যার মূল্য ৪১ হাজার ৭৩৬ ডলার। চট্টগ্রামের এস এস ট্রেডিং এসব মালামালের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। বিডি নিউজ
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে