মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১১:৪১:৩৭

ফেলানী হত্যা মামলার শুনানি আবার শুরু

ফেলানী হত্যা মামলার শুনানি আবার শুরু

নিউজ ডেস্ক: বহুল আলোচিত কিশোরী ফেলানী হত্যা মামলার শুনানি মঙ্গলবার ভারতের দিল্লির সুপ্রিমকোর্টে আবার শুরু হচ্ছে। গত ২৬ আগস্ট আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য ৬ অক্টোবর দিন ধার্য করে।

বিএসএফের বিশেষ আদালত ফেলানীর ঘাতক অমিয় ঘোষকে দুবার নির্দোষ রায় দেয়। এরপর সে রায় প্রত্যাখ্যান করে গত ১৪ জুলাই ফেলানীর বাবা ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চে (মাসুম) আবেদন করেন।

এরপর মাসুম দেশটির সুপ্রিমকোর্টে রিট আবেদন করেন। আদালত রিটটি গ্রহণ করে রিটভুক্ত সকল পক্ষকে নোটিশ দেয় এবং মামলার বিষয়ে জবাব চায়।

এ মামলায় ফেলানীর আইনজীবী হিসেবে লড়ছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।

এদিকে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গত ৩১ আগস্ট বাংলাদেশে তাদের হাইকমিশনের মাধ্যমে ফেলানীর পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কাটাতার পার হওয়ার সময় বিএসএফ গুলি করে কিশোরী ফেলানীকে হত্যা করে। এরপর তার কাটাতারে ঝুলে থাকা তার মরদেহ সারাবিশ্বে আলোড়ন ফেলে।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে