ঢাকা : মেডিক্যাল কলেজে ভর্তিবঞ্চিত আন্দোলনরত শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি বুধবার। পুনরায় ভর্তির দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারী মহাইমিনুল লিওন বলেন, বুধবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা। তাদের দুই দিনের আলটিমেটাম মঙ্গলবার রাত ১২টার দিকে শেষ হবে।
তাদের দাবি দাওয়া মানা না হলে বুধবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম