মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৩:১০:৩০

‘তরিকুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার’

‘তরিকুলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার’

ঢাকা : গুরুতর অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে রাজধানী নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে তরিকুল ইসলাম কিডনি ও হৃদরোগে ভুগছেন।  তার প্রথমবার কিডনি ও দ্বিতীয়বার হার্টের অপারেশন করাতে হবে।  এ জন্য পাসপোর্ট করাতে ৫ অক্টোবর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন তিনি।  কিন্তু তাকে কোনো পাসপোর্ট দেয়া হয়নি।

তরিকুল ইসলামকে মৃত্যুর মুখে ঠেলে দিতেই সরকার তাকে পাসপোর্ট দেয়নি বলে অভিযোগ করেন তিনি।  নজরুল ইসলাম বলেন, যশোরে তরিকুল ইসলামসহ বিএনপির কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি বলেন, মামলার এজাহারে বলা হয়েছে, তরিকুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা প্রশাসনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতার পরিকল্পনা করেছেন।  সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে।  

নজরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দলের পুনর্গঠনের কাজ শুরু করছে বিএনপি ঠিক তখনই সরকার দলটির নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে।

তিনি বলেন, বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতা কারাগারে বন্দি আছেন। তাদের ছাড়া দলের পুনর্গঠন সম্ভব নয়।  বিএনপি যাতে দলকে সুসংগঠিত করতে না পারে সেই কারণেই নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা সম্পর্কে নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার চিকিৎসা চলছে।  ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী-খান সোহেলের ছোট ভাই রাশেদুল নবী বিপ্লবসহ বিএনপির কিছু নেতাকে গ্রেপ্তারের তিনদিন পরও জনসম্মুখে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিছু বলছেন না। তাদের অপহরণ ও গুম করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির করে মুক্তির দাবি জানান বিএনপির এই নেতা।  একইসঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।  বিদেশি নাগরিকদের হত্যার বিষয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, কোনো তদন্ত ছাড়াই প্রধানমন্ত্রী যেভাবে বিএনপিকে দায়ী করেছেন তাতে মনে হয়, দেশে কোনো গোয়েন্দা সংস্থা ও বিচারবিভাগের প্রয়োজন হবে না। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে