বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৯:৩৬:২০

লাখ টাকায় সমঝোতার চেষ্টা এমপি লিটনের!

লাখ টাকায় সমঝোতার চেষ্টা এমপি লিটনের!

নিউজ ডেস্ক : টাকা দিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ জন্য তিনি গুলিবিদ্ধ সৌরভের বাবা-মাকে পনেরো লাখ টাকার সমঝোতার প্রস্তাব দিয়েছেন। কিন্তু দরিদ্র এই বাবা-মা ঘৃর্ণাভরে সাংসদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ঘটনার ন্যায়বিচার ও এমপির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। অবশ্য ভুক্তভোগী পরিবারটি এমপির বিরুদ্ধে মামলা করে এখন কিছুটা চাপের মধ্যেও আছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে এমপি লিটনকে ‘খুঁজে’ পাচ্ছে না পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চললেও কোথাও তার সন্ধান মিলছে না। লিটনের ঘনিষ্ঠজনরাও এ ব্যাপারে মুখ খুলছেন না। তবে তারা বলছেন, এমপি পালিয়ে বেড়াচ্ছেন বা গা ঢাকা দিয়েছেন এমনটা সত্য নয়। আসলে তিনি সবকিছু থেকে কিছু সময়ের জন্য নিজেকে ‘দূরে সরিয়ে’ রেখেছেন।

মঙ্গলবারও যথারীতি এমপি লিটনের মোবাইল ফোনটি বন্ধ ছিল। তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির মোবাইল ফোনটিও বন্ধ। ঘটনার পর থেকে কেউ তাকে এলাকায় দেখতে পাননি। উৎসুক মানুষ ও সাংবাদিকরা প্রতিদিনই তার বাড়ির আঙিনায় গিয়ে ভিড় করছেন। কিন্তু সেখানে তার পক্ষে কথা বলার মতো কেউ নেই।

মঙ্গলবার নানা প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল ছিল গাইবান্ধা। লিটনের গ্রেফতার, শাস্তি ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে সুন্দরগঞ্জে গণস্বাক্ষর ও গাইবান্ধা শহরে মানববন্ধন হয়। একই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে কর্মসূচি পালন করে।

এদিকে একটি মহল প্রতিবাদকারী ও মিডিয়াকর্মীদের নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিটনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ আন্দোলনকারীদের উজ্জীবিত করে তুলেছে। কিন্তু ঘটনার ৫ দিন পরও গ্রেফতার না হওয়ায় নানা প্রশ্ন দানা বাঁধছে।

পুলিশ জানায়, এমপি লিটনের কোনো সন্ধান পাচ্ছেন না তারা। তার অবস্থান সম্পর্কে এখনও তারা নিশ্চিত নন। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বলেন, তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে আমাদের বিভিন্ন সোর্স কাজ করছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সুন্দরগঞ্জে লিটনের গ্রেফতার, শাস্তি ও সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে পৌর নাগরিক সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের একাংশ ও সর্বস্তরের মানুষ আমতলী মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের পাশে থাকা তার বাবা সাজু মিয়া মঙ্গলবার সন্ধ্যায় জানান, এমপি লিটনের আত্মীয় পরিচয়ে এক মহিলা বিকালে তাকে হাসপাতালে ১০ হাজার টাকা দিতে আসেন। এ সময় তারা টাকা দেয়ার দৃশ্যটি ভিডিও করতে চান। কিন্তু সাজু মিয়া ওই টাকা প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও জানান, সৌরভের ডান পা সামান্য নাড়াতে পারলেও এখন পর্যন্ত বাঁ পা পুরোপুরি নাড়াতে পারছে না। তিনি নিজের ক্ষমতায় ও জনগণের সহযোগিতা নিয়ে সন্তানের চিকিৎসা করে যাবেন বলে জানান।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে