বগুড়া : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। হোস্টেলের ক্যান্টিন পরিচালনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, গত সোমবার ছাত্র হোস্টেলের ক্যান্টিন পরিচালনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল রাতে ক্যান্টিনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরে সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এতে পাঁচ জন আহত হন। আহতরা সবাই ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে। তাদের মেডিকেলে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ