ঢাকা : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে (এনআইডি) কর্মবিরতি পালন করছে আইডিয়া প্রকল্পের টেকনিক্যাল সহায়তাকারীরা। এ জন্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা শতশত সাধারণ নাগরিকদের। বুধবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু করে তারা।
কর্মবিরতি পালন কালে টেকনিক্যাল সহায়তাকারীরা নিজ কর্মস্থানে দাঁড়িয়ে এ বিরতি পালন করছে। এসময় এনআইডির সার্ভার বন্ধ করে দিয়েছে তারা।
টেকনিক্যাল সহায়তাকারীদের কর্মবিরতির কারণে সেবা নিতে আসা নাগরিকরা পড়েছেন ভোগান্তিতে। সকাল থেকে নাগরিকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু কর্মবিরতি পালনের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এসময় সেবা নিতে আসা রেহনা আক্তার বলেন, ‘আমি ৫ মাস ধরে ঘুরে আজকে কার্ড নিতে হবে বলে এসেছি। সকালে এসে শুনি এখানে কর্মচারীরা কাজে বিরতি দিয়েছি। এরা যে আমাদের কতো ধরনের ভোগান্তি দিতে পারে!’
কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে এনআইডির মহাপরিচালক সুলতানুজ্জামান মো. আবু সালেহ বলেন, ‘তাদের সঙ্গে বৈঠক করেছি। একটা ভুল তথ্যের কারণে এ কর্মবিরতি পালন করছে তারা। তাদের বেতন-ভাতা যতোটুকু বৃদ্ধি করার কথা সরকার তা করবে। আমি তাদের বুঝিয়ে বলেছি যে, আপনাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে আপনারা কাজে ফিরে যান। তারা কাজে ফিরে যাবে বলে কথা দিয়েছে।’
তিনি বলেন, ‘ওরা যতোক্ষণ কর্মবিরতি পালন করেছে তারা ওই সময়টুকু কাজ করে পুষিয়ে দেবে। আজকে কাজ বন্ধ থাকবে না।’
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ