নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
মঙ্গলবার রাতে তারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আগামী ৮ অক্টোবর ওয়াশিংটন ডিসি ‘আওয়ার সিটিজি, আওয়ার ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তারা।
এ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার দুই মেয়রকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম