বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৩:৫৭:০৭

মেডিক্যালে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মেডিক্যালে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা : ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার দাবিতে মেডিক্যালে ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।  শাহবাগে অবস্থান কর্মসূচি পালন শেষে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে মিছিল নিয়ে যাবার সময় কারওয়ানবাজারে সোনারগাঁ হোটেলের পাশে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ।  এতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর শহীদ মিনারে অবস্থান শেষে দুপুরে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল এলাকা থেকে একত্রিত হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে যান।  এসময় ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন।

সদ্য অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ১২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।  পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে সারাদেশে আজ শিক্ষার্থীরা ছাত্র ধর্মঘট পালন করছে।  

এদিকে শাহবাগে অবস্থান কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি প্রকাশ করেন।  রাস্তায় শিক্ষার্থীদের অবস্থানের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট।

এদিকে অবস্থানে সংহতি জানিয়ে বিএসএমএমইউ’র শিক্ষক প্রতিনিধিরা বলেছেন, অসৎভাবে পরীক্ষা দিয়ে যারা চিকিৎসক হবেন তাদের কাছ থেকে সৎ সেবা কি করে আশা করা যায়? শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

শাহবাগে পুলিশের ব্যারিকেট ভেঙে অবস্থান নেয়া শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ক্লাস বর্জন এবং আন্দোলনে সংহতি প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছেন অনেক সাধারণ শিক্ষার্থী।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেট দিয়েছিলাম।  কিন্তু তারা ব্যারিকেট ভেঙে শাহবাগে আবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেয়।  এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।  

এদিকে লাগাতার প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত মেডিক্যাল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসার অনুষদের গেটে তালা লাগিয়ে দেন নেতাকর্মীরা।  পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালাগুলো ভেঙে ফেলে।

বিশ্ববিদ্যালয়ে কলাভবনের মূল ফটকে সকাল ৭টা থেকে অবস্থান নেন ধর্মঘট আহ্বানকারীরা। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।  মিছিলটি বিশ্ববিদ্যালয়ে কলাভবনের মূল ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার হয়ে আবার কলাভবনের মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনার বিষয়ক সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাম্রারাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক এম এম পারভেজ লেনিন, পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য রিয়াল চাকমা, ছাত্র গণমঞ্চের বিলাস মাহমুদ ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টার্চায প্রমুখ।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে