ঢাকা : মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না। ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা আন্দোলন করছেন তাদের আশা পূরণ হবে না।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মেডিক্যালে ভর্তি প্রক্রিয়া চলছে, নতুন করে কোনো কিছু করার সুযোগ নেই।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পক্ষ থেকে সচিবালয় ক্লিনিকে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বুধবার তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ।
আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পেছনে কোনো উস্কানিদাতা আছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আমি যা বলার আগেই বলে দিয়েছি। রাস্তা অবরোধ করে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম