বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৬:২০:৪৭

‘বিদেশি হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না’

‘বিদেশি হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না’

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি নাগরিক হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না।  বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ এদেশকে অস্থিতিশীল করতে পারবে না।

বুধবার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা দেখে মনে হয় এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে কোনো মহল এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।  যখন আমরা কোনো অর্জন করি বা প্রশংসিত হই তখন এমন একটা ঘটনা ঘটানো হয়, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।
 
তিনি এ ধরনের ঘটনার বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান।  একইসঙ্গে বাংলাদেশের অগ্রগতি আর কেউ যাতে ব্যাহত করতে না পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 
হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকায় ও রংপুরে বিদেশি নাগরিক হত্যার শিকার হয়েছে।  রংপুরে যিনি মারা গেছেন  তিনি জাপানের একজন নাগরিক।  তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নিয়মিত নামাজ পড়তেন অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হলো।  আমরা এ ঘটনা দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিয়েছি।
 
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়ত, সন্ত্রাস, জঙ্গিবাদ, নানা ধরনের ষড়যন্ত্রেও বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে।  ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয় তা যদি করতে না হতো তাহলে হয়তো আমরা বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারতাম।
 
পিলখানার ঘটনাসহ বিভিন্ন সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় ও অন্যান্য দুর্ঘটনায় শহীদ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৬৮ জন কর্মকর্তার পরিবারের মাঝে ৭৪টি ফ্ল্যাট হস্তান্তর এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিন বাহিনী প্রধানসহ দেশি-বিদেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় গুণ হলো যেকোনো দুর্যোগ, দুর্ঘটনায় তারা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে থাকেন, দ্রুত মানুষের পাশে দাঁড়ায়, মানুষের জন্য কাজ করেন।  জাতিসংঘ শান্তি মিশনের বাংলাদেশের সেনাবাহিনী সবসময়ই প্রশংসিত।  আমাদের সশস্ত্র বাহিনী আজ বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে