রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬, ০৫:৫০:৪৬

আ.লীগে নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

আ.লীগে নতুন প্রেসিডিয়াম সদস্য হলেন যারা

নিউজ ডেস্ক :আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনে আওয়ামী লীগের বিকালে রুদ্ধদ্বার অধিবেশনে দলের পরবর্তী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তার এ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহিত হয়।

পরে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকলের সমর্থনের মাধ্যমে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত।

নতুন এই কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আবদুর রাজ্জাক, নূরুল ইসলাম নাহিদ, এডভোকেট সাহারা খাতুন, আবদুল মান্নান খান, পিযূষ ভট্টাচার্য, রমেশ চন্দ্র সেন, ফারুক খান।

এছাড়া চার জন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন আবদুর রহমান।

২৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে