বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৭:৫৩:০৫

এবার প্রমাণপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

এবার প্রমাণপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

ঢাকা : অযৌক্তিক আন্দোলন করে দাবি আদায় করা যাবে না।  ভুল তথ্য নিয়ে রাজপথ গরম করে যারা আন্দোলন করছে, তাদের আশা পূরণ হবে না- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যে প্রমাণপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যালে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিক্যালে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা।  

আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রমাণপত্র নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি বাতিল আন্দোলনের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

এদিকে আগামীকাল সব মেডিক্যাল কলেজে ক্লাস বর্জন ও কর্মবিরতির আহ্বান জানিয়েছেন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অনারারি মেডিক্যাল অফিসার রাজ্জাকুল ইসলাম।  এসময় তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওপর পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমাদের আন্দোলন অযৌক্তিক। কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।  আগামীকাল প্রমাণপত্রসহ দেখিয়ে দিতে চাই- প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না।

শান্তিপূর্ণ যাত্রায় পুলিশ বাধা দেবে না বলেও আশা প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।  এদের মধ্যে তানভির ও আরাফাতকে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।  

পুলিশের এমন নিপীড়নমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে