নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দিন প্রথম সচিবালয়ে গেলে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে যান ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রলায়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার দফতরে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কর্মকর্তারা একে অপরকে মিষ্টি মুখ করান।
প্রসঙ্গত, রবিবার বিকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম