সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬, ১২:৫০:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর সচিবালয়ে যা বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর সচিবালয়ে যা বললেন কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক হওয়ার পরদিন সোমবার সচিবালয়ে অফিসে যান সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে করে বলেন, ‘আমি আপাদমস্তকে নীতি নৈতিকতা মেনে চলি।’

সোমবার সকাল সোয়া নয়টার দিকে সচিবালয়ে নিজ দফতরে গেলে মন্ত্রণালয়ের সচিব এম এ এন ছিদ্দিকসহ কর্মকর্তা-কর্মচারীরা ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় তাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ছোট আপা (শেখ রেহানা) দেশে ফিরলে এবং এর মধ্যে দলের কমিটি সম্পূর্ণ  হলে সবাইকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাব।’

তিনি আরও বলেন, ‘দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এখন থেকে দলীয় কাজে বেশি সময় দিতে হবে। তাই মন্ত্রণালয়ের কাজে আমি হয়তো আগের মতো সময় দিতে পারব না। এজন্য যাতে কোনও প্রোগ্রাম বাতিল করা না হয়। আমার জন্য কোনও কাজ যেন থেমে না থাকে।’

মন্ত্রণালয়ের নিজ দফতরে ১৫ মিনিট অবস্থানের পর তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সভাকক্ষে প্রবেশ করে তিনি সেখানে উপস্থিত সবার কাছে গিয়ে কুশল বিনিময় করেন। ঠিক সে মুহূর্তে সেখানে উপস্থিত হন দলের সাবেক সাধারণ সম্পাক সৈয়দ আশরাফুল ইসলাম। তখন ওবায়দুল কাদের তাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, রবিবার আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।
২৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে