ঢাকা : টিকিট ছাড়াই বিমানে উঠে পড়ে এক তরুণী। তরুণীর এমন কাণ্ডে ফ্লাইটটি সাময়িক স্থগিত করা হয়। এ ঘটনা ঘটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী ইউএসবাংলার একটি ফ্লাইটে।
পরে একই ফ্লাইটে যাত্রীদের চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বোরখা পরা এক তরুণী ইউএসবাংলার ওই ফ্লাইটে উঠে পড়লে ফ্লাইটটি থামানো হয়।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্লাইটে বিমানবালারা প্লেনের মধ্যে চূড়ান্ত গণনার সময় এক যাত্রী বেশি থাকায় সবার বোর্ডিং কার্ড দেখাতে বলেন।
ওই তরুণী কোনো কার্ড দেখাতে পারেননি। পরে সব যাত্রীকে নামিয়ে অন্য একটি ফ্লাইটে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে ইউএসবাংলা কর্তৃপক্ষ।
আলমগীর হোসেন হোসেন বলেন, ওই তরুণীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কথাবার্তা শুনে মনে হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
তিনি বলেন, মেয়েটির বাড়ি যশোরে। তিনি ঢাকায় থাকতেন বলে জানান।
মেয়েটিকে জিজ্ঞাসাবাদের পর তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
কিন্তু কোনো টিকিট এবং বোর্ডিং পাস ছাড়া ওই তরুণী কীভাবে নিরাপত্তা চৌকি এড়িয়ে প্লেনে উঠে পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র : বিবিসি
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম