নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ২৮ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে এ আদেশ জারি করা হয়েছে। নতুন বদলীকৃত পুলিশ সুপাররা হলেন-
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মহানগর পুলিশের ডিসি, শেরপুর জেলার পুলিশ সুপার মো. মেহেদুল করিমকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, পাবনা জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি মোহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম ইমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসানকে ডিএমপির ডিসি, এনটিএমসির পুলিশ সুপার ড. ইকবাল হোসেনকে কক্সবাজার জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জিহাদুল কবিরকে পাবনার পুলিশ সুপার, ১১ এপিবিএন-ঢাকার পুলিশ সুপার সালমা বেগমকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, ২য় এপিবিএন এর অধিনায়ক মো. মুনিবুর রহমানকে মাগুরা জেলার পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. নজরুল হোসেনকে ২য় এপিবিএন এর অধিনায়ক, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আব্দুর রহমান খানকে ট্যুরিস্ট পুলিশ-ঢাকার পুলিশ সুপার, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার।
ঝালকাঠি জেলার পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহাকে ফরিদপুর জেলার পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার, মাগুরা জেলার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে ঢাকা নৌ পুলিশের পুলিশ সুপার, শিল্প পুলিশের পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানকে রাজশাহী আরআরএফ এর অধিনায়ক, রাজশাহী আরআরএফ এর অধিনায়ক বিএম হারুন অর রশীদকে ঢাকা শিল্প পুলিশের পুলিশ সুপার, কক্সবাজার জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে সিএমপির ডিসি।
এসএমপির ডিসি মো. মোশফেকুর রহমানকে হাইওয়ে পুলিশ ঢাকার পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ঢাকার পুলিশ সুপার শাহিনা আমিনকে ১১ এপিবিএন এর অধিনায়ক, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার মো. জোবায়দুর রহমানকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদকে রেঞ্জ ডিআইজি অফিস ময়মনসিংহের পুলিশ সুপার, হাইতি মিশন ফেরত পুলিশ সুপার আসাদ উল্লাহ চৌধুরীকে এসবির বিশেষ পুলিশ সুপার, ব্যারিষ্টার এট ল কোর্স শেষে পুলিশ সদর দপ্তরে যোগদানকৃত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ডিএমপির ডিসি, এসবির বিশেষ পুলিশ সুপার সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রফিকুল হাসান গণিকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
আজ ২৪ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজান জেসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি