নিউজ ডেস্ক : জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে কোনো আদর্শবাদী দলের আন্দোলন বন্ধ করা যায় না। জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যদিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্র ফুটে উঠেছে।
বুধবার এক বিবৃতিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর শফিকুল মাওলা, জামালপুরের মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শরাফত আলী ফরাজী এবং নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনজির হোসেনের গ্রেপ্তারের প্রতিবাদে এসব কথা বলেন তিনি।
ডা. শফিক বলেন, জামায়াকে নেতৃত্বহীন করতেই সরকার ষড়যন্ত্র শুরু করেছে। তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে পুরছে।
সরকারের ‘ফ্যাসিবাদী কর্মকাণ্ডের’ প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
৭ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম