মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬, ০২:১৫:২৩

তোফায়েল হাসপাতালে ভর্তি

তোফায়েল হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত সোমবার তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব (পিএস) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকশি বলেন, ‘ঠিক কী কারণে বা কোন জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা আমাদের জানা নেই।’

স্কয়ার হাসপাতালের চিকিৎসক ও তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান বলেন, ‘তিনি গ্যাসট্রোলজি ও প্যানকেয়ার বিভাগের ডা. শামসুল আরেফিনের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। নিয়মিত শারীরিক চেক আপের অংশ হিসেবে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। আগামীকালের মধ্যে চেকআপ শেষ হলেই তিনি বাসায় ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘তার গুরুতর কোনও শারীরিক সমস্যা হয়নি।’
২৫ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে