নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের লেখাপড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে খাতা-কলম তুলে দিয়েছি, মানে পড়তে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেশ শুধু ডিজিটাল হলে হবে না, নিজেকেও এগিয়ে নিতে হবে।’
বুধবার গণভবনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অশিক্ষিত কেউ ক্ষমতায় গেলে দেশের কি অবস্থা হতে পারে; তা মনে হয় তোমাদের আর বলা লাগবে না। তাই তোমাদের পড়তে হবে।’
২৬ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর