বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬, ০৫:৪৭:০০

‘কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না’

‘কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না’

নিউজ ডেস্ক : জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জঙ্গি নির্মূল কর, জঙ্গির সঙ্গী বর্জন ও বিচার কর’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জঙ্গিদের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সভাপতি বলেন,  বিএনপি নেত্রী খালেদা জিয়া হলেন জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক এবং তার দল বিএনপি হল জঙ্গি উৎপাদনের কারখানা। তাই জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে নিরাপদ করতে খালেদা জিয়াকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বাংলাদেশকে উন্নয়নশীল করার পাশাপাশি জঙ্গির কারখানা চিরতরে নির্মূল করতে হলে কোনো অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না।

তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া ও তার দল বিএনপি আবার গণতন্ত্র ও নির্বাচনের কথা বলা শুরু করেছে। কিন্তুই এদের সমর্থনেই কিছুদিন আগে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া একবার নয়, বারবার প্রমাণ করেছেন তিনি যুদ্ধপরাধী, সন্ত্রাসী এবং জঙ্গিদের পক্ষের শক্তি।

২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে